Tuesday, July 1, 2025
HomeSportকর্নার থেকে সরাসরি গোল করতে পারার বিশ্বাস ছিল নেইমারের

কর্নার থেকে সরাসরি গোল করতে পারার বিশ্বাস ছিল নেইমারের


সান্তোসে গিয়ে ক্লাব সমর্থকদের ‘দুর্ব্যবহারে’ ভেঙে পড়ার কথা নেইমারের। কিন্তু এই বিষয়টিকে তিনি উজ্জীবনী শক্তি বানালেন। কর্নার থেকে সরাসরি গোল করে আনন্দে ভাসালেন প্রতিপক্ষ দলের সমর্থকদের!

রবিবার ইন্তারনাসিওনাল দে লিমেইরার বিপক্ষে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে ৩-০ গোলে জিতেছে সান্তোস। ২৭তম মিনিটে চোখ ধাঁধানো এক গোল করেন নেইমার। নজর কাড়েন প্রতিপক্ষ সমর্থকদের।

ব্রাজিলিয়ান তারকার কর্নার কিকে বল বাঁক খেয়ে প্রতিদ্বন্দ্বী গোলকিপার ইগো গ্যাব্রিয়েলকে পাশ কাটিয়ে দূরের পোস্টে আঘাত করে জালে জড়ায়।

এর আগে একইভাবে কর্নার থেকে তিকুইনিয়ো সোয়ারেসকে গোল বানিয়ে দেন নেইমার। তারপর নিজ মাঠে ঘরের দর্শকদের দুয়ো শুনেছেন ৩৩ বছর বয়সী।

ম্যাচ শেষে নেইমার বললেন, ‘যখন কর্নার নিতে গেলাম, তখন তারা আমাকে উস্কানি দিচ্ছিল। আমি তাদের আরও জোরে দুয়ো দিতে বললাম, তখনই তো গোলে অ্যাসিস্ট করলাম। দ্বিতীয়বার যখন সেখানে (কর্নার) গেলাম, তারা আবারও একই কাজ করলো। আমি নিজেকে বললাম, এখন আমিই গোল করতে যাচ্ছি।’

তিনি বললেন, ‘দারুণ এক শট নিলাম। আমার প্রথম অলিম্পিক গোল (কর্নার থেকে সরাসরি গোল) করতে পারলাম।’

জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফিরে ছয় ম্যাচ খেলে এটি নেইমারের দ্বিতীয় গোল। গত ১৮ মাসে আল হিলালের সঙ্গে থেকে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। ইনজুরিতে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকা নেইমার নিজের ফিটনেস ফিরে পেতে সান্তোসকে বেছে নেন, করেন ছয় মাসের চুক্তি।





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments