Friday, April 4, 2025
HomeSportটক অব দ্য কান্ট্রি সারজিস আলম

টক অব দ্য কান্ট্রি সারজিস আলম


নেতা হিসেবে তিনি যেন একাই একশ! দু’দিন থেকে তিনি ‘টক অব দ্য কান্ট্রি’। হাটে-মাঠে-ঘাটে-অফিস-আদালত-রাজনৈতিক অঙ্গন থেকে সোশ্যাল মিডিয়ায় সবখানে তিনিই আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্কের বিষয়বস্তু হয়েছেন। আর এই ‘তিনি’ হচ্ছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ২৪ মার্চ তার পঞ্চগড় সফরের এলাহি কা- নিয়ে মূলত এই বিতর্ক। সারজিসের ছবিসংবলিত পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা পঞ্চগড় জেলা। এসব পোস্টারে এনসিপি ও সারজিস আলমের পক্ষ ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে। এ এক কোনো সম্পদশালী মহা নায়কের আগমন।

গত সোমবার নিজ জেলা পঞ্চগড়ে ব্যান্ড পার্টি বাজিয়ে শতাধিক গাড়ির বহর নিয়ে বিরাট শোডাউন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে এনসিপি নেতা সারজিস আলম। এনসিপিতে কমিটির পদ পাওয়ার পর সোমবার নিজ জেলা পঞ্চগড় যান তিনি। রাজনৈতিক দলের নেতা হিসেবে পঞ্চগড়বাসীর সঙ্গে প্রথম সাক্ষাতেই বিলাসবহুল সব গাড়ি নিয়ে তিনি জানান দেন তিনি আগামীতে পঞ্চগড়ের সম্পদশালী নেতা। সারজিসের বিপুল পরিমান অর্থ ব্যয়ে এই শোডাউন নিয়ে আলোচনা চলছে। পুরোনো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলে নেতা হওয়া সারজিস নিজেই ‘বিপুল পরিমাণ টাকা খরচ করে’ তার কথার বরখেলাপ করছেন কিনা উঠেছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন করছেন এতো টাকা তিনি কোথায় পেলেন? কারা যাতে এতো টাকা দিচ্ছে?

পঞ্চগড়ের প্রখ্যাত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার। পাকিস্তান গণপরিষদের স্পীকার গমির উদ্দিন প্রধানের পুত্র জাগপার শফিউল আলম প্রধানের বাড়িও ওই পঞ্চগড়ে। তাদের এলাকায় এলাকায় যেতে এতো ঢাকঢোল-আয়োজন দেখা যায়নি। ওই জেলায় বাড়ি মরহুম কমরেড মোহাম্মদ ফরহাদের। ’৯০ আন্দোলনের তিন জোটের রুপরেখার প্রধান রুপকার মোহাম্মদ ফরহাদ সাধারণ বাসে নির্বাচনী এলাকা পঞ্চগড়ে যেতেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, গত সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামেন সারজিস আলম। সঙ্গে ছিল কয়েকজন নেতাকর্মী। সেখান থেকে বিলাসবহুল গাড়ির বিশাল বহর নিয়ে নীলফামারী হয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে হাজির হন। এ এক এলাহি কান্ড। গাড়ি আর মোটর সাইকেলের বহর নিয়ে বোদা হয়ে তেঁতুলিয়ায় পৃথক সভা করেন। চার উপজেলায় চারটি পথসভায় বক্তব্যের কথা ছিল সারজিসের। সময়ের অভাবে পঞ্চগড় শহরের পথসভা বাতিল করে আটোয়ারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সারজিস আলমের গাড়ির বহর দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন এতো টাকা বয়সে তরুণ এ নেতা কোথায় পেলেন? ৫ আগষ্টের ছাত্রজনতার অভ্যুত্থানের কয়েক মাসের মধ্যে জাতীয় নাগরিক পার্টি গঠন করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা। নতুন দল গঠনের মাধ্যম তারা তরুণ নেতা হয়ে যান। অন্তর্বর্তী সরকারে তাদের প্রতিনিধি রয়েছে এবং একজন উপদেস্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলের আহবায়ক হয়েছেন। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেখা যায় এই নেতারা প্রশাসনের বিভিন্ন সেক্টরে প্রভাব খাটাচ্ছেন। তারা এখানে সেখানে ছুটে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। প্রশাসনের দায়িত্বশীল ব্যাক্তিদের যেটা করার কথা সেটা তারাই করছেন। এমনকি প্রশানে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। ডিসি নিয়োগ-বদলিতে তারা কোটি কোটি টাকার বদলি বাণিজ্য করেন। টেক্সসবুক বোর্ডের বই ছাপানোর কাগজ কেনা নিয়ে তাদের এক নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে। এমনকি চাঁদাবাজী, আওয়ামী লীগের অলিগার্ক ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগও উঠে। আগামী নির্বাচনে একটি কর্পোরেট হাউজ ১৫শ কোটি টাকা এনসিপিকে নির্বাচনী খরচের জন্য দেবে এমন প্রচারণা সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে। এনসিপি’র নেতাদের দামির গাড়ির ব্যবহার, চলাচল দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন এতো টাকা তারা কোথায় পাচ্ছেন?

জানা যায়, এনসিপি নেতাদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনের প্রথম দিকে মেসে থাকতেন। ছাত্রলীগের রাজনীতি করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকার সুযোগ পান। সারজিস আলম নিজেও স্বীকার করেছিলেন তিনি হলে থাকার সুযোগের জন্যই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বেশির ভাগ ছাত্র নেতা টিউশনি করে চলতেন। তারা এখন এতো টাকা কোথায় পাচ্ছেন তা নিয়ে বিতর্ক উঠেছে। তারা কি আলাদিনের চেগার হাতে পেয়ে গেছেন? পঞ্চগড়ে শো ডাউনের পর সারজিদের উচিত তার টাকার উৎস দেশবাসীকে জানানো।



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments