বিপিএলে দারুণ সময় কাটাচ্ছেন চিটাগং কিংসের শামীম হোসেন পাটোয়ারী। মাঠের বাইরে এবার পেলেন তিনি সুখবর।
প্রথমবারের মতো বাবা হয়েছেন এই ব্যাটার। নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শামিম লিখেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্রসন্তান পেয়ে আমরা আনন্দিত। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, রক্ষা করুন এবং সচ্চরিত্রের অধিকারী করুন। তার এই জীবনযাত্রায় আপনাদের প্রার্থনা প্রার্থী। ’
সহপাঠী ইয়োসরা নূরের সঙ্গে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন শামীম। এবারের বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এক ফিফটিতে ১১১ রান করেছেন তিনি। তার দল চিটাগাংও হ্যাটট্রিক জয়ে ৬ পয়েন্টে দুইয়ে আছে। ১৪ পয়েন্টে শীর্ষে আছে রংপুর রাইডার্স।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
আরইউ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।