Saturday, April 19, 2025
HomeSportরিমান্ড মঞ্জুরের পর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘ঈদ মোবারক’

রিমান্ড মঞ্জুরের পর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘ঈদ মোবারক’


কাঠগড়ায় পলক

আজ সকাল ১০টা ৫ মিনিটের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএমএম আদালতের হাজতখানার সামনে আসেন। এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের পর আদালতের হাজতখানার প্রধান ফটক খুলে যায়।

হাজতখানার ভেতর থেকে প্রথমে বের হন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তাঁর পিছু পিছু যথাক্রমে বের হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, পলক ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

কামরুলের পেছনে দুই হাত, এক হাতে হাতকড়া পরানো। বাঁ হাতের ওপর ডান হাত রেখে তিনি হাঁটতে থাকেন। আতিকুলের পেছনে দুই হাত, দুই হাতেই হাতকড়া। পলকের দুই হাত পেছনে, পরানো হাতকড়া। কামাল মজুমদারকে দেখা যায়, তাঁর দুই হাত সামনে। এক হাতে হাতকড়া পরানো। তাঁরা মাথা নিচু করে হাঁটছিলেন।

কামরুল, আতিকুল, পলক, কামাল মজুমদারদের আদালতের সামনের সড়ক দিয়ে হাঁটিয়ে আদালত ভবনের সিঁড়ির কাছে নেওয়া হয়। এরপর তাঁরা সিঁড়ি দিয়ে হেঁটে একতলা থেকে দোতলায় যান। এরপর একে একে তাঁদের আদালতের কাঠগড়ায় তোলা হয়।

কাঠগড়ায় ওঠার পর কামরুল, আতিকুল ও পলক তাঁদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে শুরু করেন। এ সময় পলককে খোশমেজাজে দেখা যায়।



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments