Saturday, August 2, 2025
HomeSportশক্তি আরও কমল ভারতের

শক্তি আরও কমল ভারতের


আকাশ দিপকে নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। সেটাই সত্যি হলো। চোটের থাবায় ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের এই পেসার।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট শুরু বুধবার। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত।

কুঁচকিতে চোট পাওয়ায় লর্ডস টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কেবল আট ওভার বোলিং করতে পারেন আকাশ। নিজের চতুর্থ ওভারে হ্যারি ব্রুককে বোল্ড করেন তিনি। এক পর্যায়ে তাকে নিতম্বে চেপে ধরে রাখতে দেখা যায়। ড্রিংস ব্রেকের সময় ছেড়ে যান মাঠ।

পরে মাঠে ফিরলেও আর বোলিং করেননি আকাশ। চতুর্থ দিনের শেষ বেলায় নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে টিকতে পারেন কেবল ১১ বল।

আকাশের ম্যানচেস্টারে খেলে ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। এবার নিশ্চিত হয়ে গেল, ম্যাচটিতে তাকে পাবে না ভারত।

সিরিজের প্রথম তিন ম্যাচেই খেলেন আকাশ। ২৮.০৯ গড়ে নেন ১১ উইকেট। এজবাস্টনে ভারতের ৩৩৬ রানের জয়ের পথে বড় ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ধরেন ৬ শিকার। দুই ইনিংসেই সেঞ্চুরি করে অবশ্য ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ভারত অধিনায়ক শুবমান গিল।

আকাশের আগে আসছে ম্যাচটি থেকে ছিটকে গেছেন আরেক পেসার আর্শদিপ সিং। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন তিনি। আর হাঁটুর সমস্যায় সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি।

সবকিছু ঠিক থাকলে জাসপ্রিত বুমরাহর সঙ্গে ভারতের পেস বোলিং বিভাগে থাকবেন মোহাম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা আনশুল কাম্বোজ কিংবা প্রাসিধ কৃষ্ণাকে খেলাতে পারে সফরকারীরা।



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments