Sunday, April 6, 2025
HomeSportশুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল, ভারতের নয়া ষড়যন্ত্র!

শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল, ভারতের নয়া ষড়যন্ত্র!


হঠাৎ করেই তিস্তা নদীতে পানি ঢুকছে হু হু করে, এ যেনো বিনা মেঘে বজ্রপাত। শুস্ক মৌসুমে আচমকা উজানের ঢল নেমেছে। এতে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের চোখে মুখে। ভারত আর হাসিনার নতুন ষড়যন্ত্র এটি এমনটিই ধারণা নেটিজেনদের। শুস্ক মৌসুমে বাংলাদেশের ফসলি জমিগুলো তলিয়ে ফসল নষ্ট করে দেওয়াই ভারতের মূল উদ্দেশ্য।

 

গণহত্যা চালিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনা চুপ করে বসে নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মিলে একের পর ষড়যন্ত্র করে যাচ্ছেন দেশকে অস্থিতিশীল করার। তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন। এই কর্মসূচি পালনের ঠিক দুই দিন আগে আকস্মিকভাবে তিস্তার ধু ধু বালুচরে দেখা গেল উজানের ঢল। গজলডোবা ব্যারাজ থেকে পানি ছেড়ে দিয়েছে ভারত। আর এতেই তলিয়ে যাচ্ছে একের পর এক ফসলি জমি। অসময়ে এই ব্যারেজের গেইট গুলো খুলে দিয়ে নতুন ষড়যন্ত্রের পথে হাটছে হাসিনা আর ভারত এমনটিই ধারণা নেটিজেনদের। তাহমিনা আক্তার নামের একজন ফেসবুকে লিখেছেন, আবারো শুরু হলো ভারতের নতুন চালবাজি। বাংলাদেশিদের বিপদে ফেলতেই ভারত ইচ্ছে করে এমনটি করছে। অনেকের মতে আবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে চাপে ফেলতেই এমন কুকীর্তি করেছে প্রতিবেশীরা।

 

রুমেল খান নামের একজন এ বিষয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ইউনূস সরকারকে চাপে ফেলতেই ভারত ইচ্ছে করে গজলডোবা ব্যারেজের গেইট খুলে দিয়েছে। এটা ভারত আর হাসিনার নতুন ষড়যন্ত্র¿ এর অংশ। স্থানীয় কৃষকরাও বলছে এটি ভারত আর হাসিনার ষড়যন্ত্র। তা না হলে হঠাৎ করে তিস্তা বাচাও আন্দোলনের আগের মূহুর্তেই কেন এমন পানি ছেড়ে দেয়ার মতো নেক্কারজনক ঘটনা ঘটাবে ভারত? বাংলাদেশের জনগণকে পানির চাপে ডুবিয়ে মারতে চাওয়ার ঘটনা ভারত এটিই প্রথম ঘটাচ্ছে না। এর আগেও বহুবার এমন অমানবিকতা দেখিয়েছে মোদি সরকার। ২৪ এর অভ্যুত্থানে হাসিনা পালানোর পর পরই ত্রিপুরা রাজ্যের ডম্বুর গেইট খুলে দিয়ে পুরো বাংলাদেশকেই পানিতে চুবাতে চেয়েছিলো ফেসিস্ট হাসিনার প্রিয় মোদি। সেসময় বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশই নিন্দা জানিয়েছিলো ভারতের এমন কর্মকাণ্ডে।

ভারত আর হাসিনা মিলে ইউনূস সরকারকে ব্যার্থ প্রমাণের যে অপচেষ্টা চালাচ্ছে তা রুখে দেবে এ দেশের ছাত্র-জনতা। হাসিনার এসব ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক মহলের শুভ দৃষ্টি চান নেটিজেনরা।



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments