Tuesday, July 1, 2025
HomeSport৩ বছরে মেয়েকে একটা জামা দিয়েছি শুধু: দুবাইয়ের ফ্ল্যাট বিতর্কে বলল

৩ বছরে মেয়েকে একটা জামা দিয়েছি শুধু: দুবাইয়ের ফ্ল্যাট বিতর্কে বলল


দুবাইয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ে মেহরিন সারা মনসুরের যে একটি ফ্ল্যাট রয়েছে, গভর্নর তা নিজেই স্বীকার করেছেন।


তবে তার দাবি, তিনি গভর্নর হওয়ার আগেই মেয়ে ওই ফ্ল্যাটের মালিক হয়েছেন। এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।


যুক্তরাজ্যে অবস্থনরত আহসান এইচ মনসুর বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়ে প্রাপ্তবয়স্ক, তার বয়স ৪০, বিবাহিত। স্বামীর ব্যবসার কারণে দুবাইতে থাকে। সে নিজেই এমন একটা ফ্ল্যাট কিনতে পারে। আমার মেয়ে আমেরিকার সিটিজেন। আর ও একজন (মেয়ে) অ্যাডাল্ট। তার আর্থিক বিষয়ে আমি কেন ইনভলভ হতে যাব?”


ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন দুবাইয়ের ওই ফ্ল্যাটের খবর দিয়ে ফেইসবুকে অর্থ পাচারের আভিযোগ তোলার পর গভর্নরের এ প্রতিক্রিয়া এল।


তিনি বলেন, “আমি গভর্নর পদে বসার অনেক আগেই আমার মেয়ে ২০২৩ সালে দুবাইতে ফ্ল্যাটটি ক্রয় করেছে। আমার গভর্নর পদে বসার সঙ্গে এই ফ্ল্যাট কেনার কোনো সম্পর্ক নেই।”


আহসান মনসুর বলেন, ওই ফ্ল্যাটে আগে থেকেই থাকত তার মেয়ের পরিবার। মালিক ছিলেন একজন ভারতীয়। তিনি ফ্ল্যাটটি বিক্রির উদ্যোগ নিলে মেহরিন সেটি কিনে নেন। কেনাকাটার সকল কার্যক্রম ২০২৩ সালেই সম্পন্ন হয়। আর ২০২৪ সালে সেটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সারা হয়।


তার দাবি, ওই ফ্যাটের দামের ৮০ শতাংশ মর্টগেজ, বাকিটা মেহরিন নিজে দিয়েছেন।


“তিন বছরে আমি আমার মেয়েকে একটা কাপড় দিয়েছি, আর কিছু দেইনি,” বলেন গভর্নর।


২০২৪ সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুতের পর ব্যাংকিং খাতেও সংস্কার শুরু হয়। পরিবর্তনের ঢেউয়ে তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন।


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর ওই মাসেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব নেন। আওয়ামী লীগের সময় পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি।


তার মেয়ের ফ্ল্যাট নিয়ে আলোচনা শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার ছাত্রলীগ নেতা জাকিরের ফেইসবুক পোস্টটি শেয়ার করার পর।


ওই পোস্টে বলা হয়, “জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন!


“তথ্যমতে, দুবাইতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ের নামে ১৩.৫ মিলিয়ন দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি) খোঁজ পাওয়া গিয়েছে।”


পোস্টটিতে আহসান এইচ মনসুরের বিরুদ্ধে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হলেও এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ দেখানো হয়নি।


আহসান এইচ মনসুর গভর্নর পদে বসার পর ব্যাংকিং খাতের সংস্কারের উদ্যোগ নেন। প্রথমেই তিনি বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ধারার ব্যাংকগুলোতে ‘অবৈধভাবে’ তারল্য সহায়তা দেওয়া বন্ধ করে দেন।


এরপর এসব সমস্যাজর্জরিত ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ দেন। তাতে ইসলামী ধারার বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


এসব ব্যাংকের ফরেনসিক অডিট রিপোর্টে দীর্ঘদিন ধরে চলে আসা নানা রকম অনিয়মের তথ্য ইতোমধ্যে উঠে এসেছে।



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments