উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে রবিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হলো চৈত্র-সংক্রান্তি উৎসব। বিপুল জনস্রোতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হলো ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চৈত্র-সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন সকলকে চৈত্র-সংক্রান্তি ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশসেরা সকল ব্যান্ড শিল্পী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর শিল্পীদের নিয়ে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।’
ঢাক-ঢোল বাদ্য পরিবেশনার মাধ্যমে চৈত্র-সংক্রান্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন শিল্পীরা। ত্রিপুরা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইমাং’ ও খাসিয়া জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইউনিটি’ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষায় সংগীত পরিবেশন করেন। পরিবেশনা নিয়ে মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’, তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। বান্দরবান থেকে ‘বেসিক গিটার লার্নিং স্কুল’-এর শিল্পীরা ও মারমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘চিম্বুক’ তাদের জাতিগোষ্ঠীর ভাষায় সংগীত পরিবেশন করে। সন্ধ্যায় জনপ্রিয় গান নিয়ে মঞ্চে আসে ব্যান্ড ‘এভোয়েড রাফা’। এরপর গারো জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘এফ মাইনর’ ও ‘দি রাবুগা’ তাদের পরিবেশনা উপস্থাপন করেন।
ব্যান্ড ‘ভাইকিংস’ ও ‘লালন’ তাদের দর্শকপ্রিয় গানগুলো পরিবেশন করেন। আবারও চাকমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইনভোকেশন’ তাদের কয়েকটি গান পরিবেশন করেন। ব্যান্ডদল ‘ফিডব্যাক’, ‘আর্টসেল’ ও ‘ওয়ারফেজ’ তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে। সবশেষে ‘ওয়ারফেজ’ এর নেতৃত্বে সমবেত সংগীত ‘Heal the world’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, চৈত্র-সংক্রান্তির সফল আয়োজন শেষে আজ (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে মানিকমিয়া এভিনিউতে থাকছে ড্রোন শো ও কনসার্ট।
নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চীনা দূতাবাস, ঢাকা-এর কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর সহেযোগিতায় ‘ড্রোন শো’ ও ‘নববর্ষ কনসার্ট’ আয়োজন করা হয়েছে। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (১৪ এপ্রিল), সোমবার বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠান আয়োজিত হবে ।
নববর্ষ কনসার্টে শুরুতেই পারফরম্যান্স করবে ‘বেসিক গিটার লার্নিং স্কুল’, বান্দরবান। এরপর গারো জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘এফ মাইনর’ ২টি সংগীত পরিবেশন করবে। সমবেত সংগীত ‘এসো হে বৈশাখ’ গানটি উপস্থিত সকল শিল্পীরা পরিবেশন করবেন। দুটি একক সংগীত পরিবেশন করবে মিঠুন চক্র এবং ‘দেওরা’সহ আরও ১ টি ঐতিহ্যবাহী পালা পরিবেশন করবেন ইসলামউদ্দিন পালাকার।
এরপর দ্বৈত ও ২টি একক সংগীত পরিবেশন করবেন রাকিব ও সাগর দেওয়ান এবং ২টি দ্বৈত সংগীত পরিবেশন করবেন রাকিব ও আরজ আলী ওস্তাদ। ‘চলো নীরালায়’সহ ৩টি একক সংগীত পরিবেশন করবেন আতিয়া আনিশা, ‘মাঝে মাঝে তুমি এলে’, ‘মানুষ কেন এরকম’ ও ‘গল্প না’ নামের গান ৩টি পরিবেশন করবেন আহমেদ হাসান সানি এবং জুলাই আন্দোলনের গানসহ ৩টি গান পরিবেশন করবেন পারশা। এরপর ‘ব্যান্ড সংগীত’ পরিবেশন করবেন অ্যাশেজ ব্যান্ড।
সন্ধ্যা ৭ টায় শুরু হবে আকর্ষণীয় ‘ড্রোন শো’।