Saturday, August 2, 2025
HomeSportLSG-র বিরুদ্ধে World Record গড়ার সুযোগ বিরাটের সামনে, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে...

LSG-র বিরুদ্ধে World Record গড়ার সুযোগ বিরাটের সামনে, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে গড়তে পারেন এই রেকর্ড


Virat Kohli: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলের তারকা ব্যাটার বিরাট কোহলি মঙ্গলবার (২৭ মে) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছেন। চলতি আইপিএল টুর্নামেন্টে এটাই লিগ পর্বের শেষ ম্য়াচ। আর এই ম্য়াচেই কিং কোহলি একটি বড়সড় রেকর্ড কায়েম করতে পারেন। আইপিএল ইতিহাসে সর্বাধিক হাফসেঞ্চুরি হাঁকানোর দৌড়ে তিনি আপাতত এক কদম দুরে দাঁড়িয়ে রয়েছেন। এই ম্য়াচে যদি বিরাট একটি হাফসেঞ্চুরি করতে পারেন, তাহলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে সর্বাধিক অর্ধশতরানের রেকর্ড গড়তে পারবেন।

Virat Kohli 5 Records: হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির এই ৫ ‘বিরাট’ রেকর্ড, না জানলে হাত কামড়াবেন

বিরাটের কাছে রয়েছে সুবর্ণ সুযোগ

এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক জীতেশ শর্মা অবশ্য টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে বিরাটের ব্যাট করতে নামার ক্ষেত্রে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। প্রসঙ্গত, আরসিবি আগেই প্লে-অফের টিকিট কনফার্ম করে ফেলেছিল। যদিও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচটা তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই ম্য়াচে বেঙ্গালুরু জিততে পারলেন টপ ২-য়ে জায়গা অর্জন করার একটা সুবর্ণ সুযোগ থাকবে। পাশাপাশি বিরাটের কাছেও ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে তিনি কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

Virat Kohli Replacement: বিরাটের জুতোয় পা গলাবেন কে? নজরে রয়েছেন এই ভারতীয় ক্রিকেটার

এই ম্য়াচটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেহেতু বিরাট কোহলি আপাতত (IPL 2025) দুর্দান্ত ফর্মে রয়েছেন, সেকারণে সকলেই তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। সকলেই আশা করছেন, এই ম্য়াচে বিরাট কোহলির ব্যাট থেকে একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে আসবে এবং দলকে জেতানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবেন।

Virat-Anushka Ayodhya Visit: রামলালার দর্শনে অনুষ্কার সঙ্গে অযোধ্যায় বিরাট, দেখুন রাম জন্মভূমিতে কী করলেন কোহলি

আইপিএল টুর্নামেন্টে যাঁরা সর্বাধিক হাফসেঞ্চুরি করেছেন:

  • বিরাট কোহলি – ৬২
  • ডেভিড ওয়ার্নার – ৬২
  • শিখর ধাওয়ান – ৫১
  • রোহিত শর্মা – ৪৬
  • কেএল রাহুল – ৪০
  • এবি ডিভিলিয়ার্স – ৪০

আরসিবি দলের হয়েও রেকর্ড গড়ার সুযোগ বিরাটের সামনে

এর পাশাপাশি বিরাট কোহলির তাছে আরও একটি বড় রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৮,৯৭৬ রান করেছেন। এরমধ্যে ২৫৬ আইপিএল ম্য়াচে তিনি ৮, ৫৫২ রান করেছেন। আর চ্যাম্পিয়ন্স লিগের ১৪ টি-২০ ম্য়াচে তিনি মোট ৪২৪ রান করেছেন। যদি এই ম্যাচে তিনি আর ২৪ রান করতে পারেন, তাহলে আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিনি ৯,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন।



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments