Saturday, August 2, 2025
HomeSportজুনের শুরুতে আসছে নতুন ব্যাংক নোট

জুনের শুরুতে আসছে নতুন ব্যাংক নোট


বাজারে জুন মাসের শুরুতে আসছে নতুন ব্যাংক নোট। অথাৎ ঈদুল আজহার আগেই সাধারণ মানুষের হাতে পৌঁছাবে নতুন রূপে ছাপানো ২০, ৫০ ও ১০০ টাকার নোট। নতুন নোটগুলো থাকবে না কোনো মানুষের ছবি। থাকবে ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের ছবি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জুন মাসের শুরুতে নতুন ব্যাংক নোট সীমিত আকারে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে আরো বিভিন্ন মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, নতুন নোটের ছাপার কাজ চলছে পুরোদমে। ডিজাইন এবং নিরাপত্তা বৈশিষ্ট্য আগের তুলনায় আরো উন্নত করা হয়েছে। নতুন নোটগুলোতে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই থাকবে। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন নোটগুলোতে কোনো ব্যক্তির ছবি রাখা হয়নি। দেশের ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে নোট ডিজাইন করা হয়েছে। ফলে সাধারণ মানুষ প্রতিটি নোটেই দেশের পরিচয় খুঁজে পাবেন।

জানা গেছে, নতুন নোটগুলো বাজারে ছাড়ার আগে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেখানো হবে। এরপর সীমিত পরিসরে নতুন নোট বাজারে ছাড়া হবে।

অর্থনীতিবিদরা বলছেন, ব্যক্তি-নির্ভরতার পরিবর্তে জাতীয় চেতনাকে গুরুত্ব দেওয়ার এই রীতি ভবিষ্যতের দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রতি ঈদের আগে সাধারণ মানুষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন নতুন নোটের জন্য। গত ঈদুল ফিতরের সময় অপেক্ষা করেও নতুন নোট পাননি গ্রাহকরা।  এবার ঈদের আগে নতুন নোট পাবেন বলে আশা করছেন তারা। 

রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক শামীম আহসান বললেন, “নোটে যখন দেশের প্রতিচ্ছবি দেখি, তখন সত্যি গর্ব হয়। আর নতুন নোট পেলে সবাই খুশি হয়।”





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments